মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ক্রোয়েশিয়া

নিজস্ব সংবাদদাতা : ২০২০ সালের অভিশাপ এখনো পিছু ছাড়ছে না। বর্ষশেষের মুখে বড় বিপর্যয়ের মুখে ক্রোয়েশিয়া। ভয়াবহ ভূমিকম্পে প্রাণ গেল বহু মানুষের। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ক্রোয়েশিয়ার জাগ্রেব-এর ৪৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই ভূমিকম্পের এপিসেন্টার। এর আগে সোমবার এই অঞ্চলে প্রথমবার ভূমিকম্প হয়। তার পরেই ফের এই দিন কেঁপে ওঠে ক্রোয়েশিয়া। এখানকার অধিকাংশ বাড়িই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভোরের দিকে এই ভূমিকম্প হয়। সে সময় বহু মানুষ ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্প অনুভূত হয়েছে সমগ্র ক্রোয়েশিয়াতেই। পাশাপাশি প্রতিবেশী দেশ সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং অস্ট্রিয়ার দক্ষিণাংশেও ভূমিকম্প টের পেয়েছে। পেট্রিনজায় একটি ১২ বছরের কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মৃত্যু হয়েছে এক বাবা ও তার ২০ বছরের একমাত্র ছেলের। এই শহরে ২৫ হাজার মানুষের বসবাস, গোটা শহরটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহত মানুষদের ভিড়ে হাসপাতালগুলিতে তিল ধারণের জায়গা নেই। দেশের প্রধানমন্ত্রী এই প্রবল ঠান্ডার সময়ে রাতে কাউকে বাইরে বের হতে নিষেধ করেছেন। ট্যুইটারে এই ভয়াবহ ভূমিকম্পের ভিডিও শেয়ার করা হয়েছে। যা ইতিমধ্যে বহু মানুষ দেখেছেন এবং আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। ভিডিওতে দেখা গেছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা বাড়ির অংশ। অনেকেই এই ভয়াবহ ভূমিকম্পের ভিডিও দেখে বলেছেন, ২০২০ যেতে যেতে শেষ কামড় বসিয়ে গেল।

Report by রাহুল গুপ্ত
Reported on – 30/12/2020

Share this News
error: Content is protected !!