নিজস্ব সংবাদদাতা : ১০ নভেম্বর মঙ্গলবার দর্শকদের জন্য খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর। শহরবাসীর ছুটির দিনে ঘুরতে যাওয়ার জায়গা মানেই চিড়িয়াখানা ,ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, সাইন্সসিটি। তবে করোনা আবহের শুরু থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই দ্রষ্টব্য স্থানগুলির দরজা । ইতিমধ্যেই চিড়িয়াখানা খুলে গেলেও বাকি জায়গাগুলো এখনও পর্যন্ত খোলেনি। তবে এবার দর্শকদের জন্য সুখবর। সকাল ১১ টা থেকে ৫ টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তবে টিকিট কাটতে হবে অনলাইনে। প্রবেশের সময় থার্মাল স্ক্রিনিং -এর ব্যবস্থা থাকবে। ভিড় সামাল দিতে সিসিটিভির মাধ্যমে নজরদারি রাখা হবে।অন্যদিকে, সাইন্সসিটি দর্শকদের জন্য খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত। একইদিনে খুলে যাচ্ছে জাদুঘর। নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে দর্শনার্থীদের প্রবেশ করানো হবে, জীবাণুমুক্তকরণ করা হবে। শীতের মরশুমে কলকাতার বিশেষ দ্রষ্টব্য স্থানগুলির দরজা খুলে যাওয়াতে দর্শনার্থীদের মুখে যে হাসি ফুটবে তা বলাই বাহুল্য।
New Hopes New Visions
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল