ভোটের আগে মতুয়া মন জয়ে দরাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগরিকত্ব নিয়ে নতুন কথা না শোনালেও বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিলেন, কোভিড টিকাকরণের পরেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হবে। সঙ্গে ঠাকুরনগর স্টেশনের নাম ‘শ্রীধাম ঠাকুরনগর’ করা, দলপতিদের পেনশনের মতো একাধিক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
গত লোকসভা ভোটের আগে ঠাকুরনগরে এসে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহ। সেই কথা মনে করিয়ে শাহ বৃহস্পতিবার বলেন, ‘‘এখানে ভোটের আগে মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভোটে মতুয়ারা আমাদের ঝুলি পদ্মফুলে ভরিয়ে দিয়েছেন। আমরাও নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) সংসদে পাশ করেছি।’’
রাজ্যের শাসক দল তৃণমূল-সহ বিরোধীদের অভিযোগ, নাগরিকত্ব আইন পাশ হলেও কার্যকর হয়নি। এই আইন কার্যকরের বিরোধিতাও করছেন মমতা-সহ বিরোধী নেতা-নেত্রীরা। তার জবাব দিতে শাহ বেছে নিলেন সেই মতুয়া সম্প্রদায়ের মঞ্চকেই। বললেন, ‘‘আইন পাশ হওয়ার পরেই করোনা চলে এল। তাই কার্যকর করা যায়নি। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি, করোনার টিকাকরণ শেষ হলেই সিএএ কার্যকর করা হবে।’’
Report by web desk
Reported on – 12/02/2021
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বড়িশায় শুরু বইমেলা ,চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত