নিজস্ব সংবাদদাতা : ভারতে প্রথম ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয় ১৮২৮ সালে। কর্নেল স্লীম্যান মধ্যপ্রদেশের জবলপুর জেলার ক্যান্টনমেন্ট এলাকায় এটি আবিষ্কার করেন।ফের একবার মধ্যপ্রদেশে একসঙ্গে ৭টি ডায়নোসরের ডিমের ফসিল পাওয়া গেলো। প্রায় ৬৫ মিলিয়ন বছর পুরোনো হতে পারে এই ডিমগুলো। প্রশান্ত শ্রীবাস্তব নামক এক স্কুল শিক্ষক প্রথম এই ডিমগুলির আবিষ্কার করেন মন্ডলা জেলায়। তারপর তিনি প্রত্নতাত্বিক বিভাগে খবর দেন।ডঃ হরিসিং গৌড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিকে কাথাল জানান , “৩০শে অক্টোবর ওই এলাকায় যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানান মাণ্ডলার এক স্কুল শিক্ষক। শিক্ষক প্রশান্ত শ্রীবাস্তব ওই এলাকা থেকে ডিমগুলি পান। তিনি প্রথমে একটি ছেলের হাতে ওই ডিম দেখতে পান। পরে আমি ডিমগুলি পরীক্ষা করি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে।” জানান ওই অধ্যাপক।ওই ডিমগুলির গড় পরিধি ৪০ সেমি, গড় ওজন ২.৬ কেজি। ডাইনোসররা বহু দূরের এলাকা থেকে এখানে ডিম পাড়তে আসত। তারা এই এলাকার নদীর বালুচরে, যার বৈজ্ঞানিক নাম লামেটা বেড, ডিম পাড়ত , জানান অধ্যাপক পিকে কাথাল। মনে করা হচ্ছে এই ডিমগুলি ডাইনোসরের নতুন কোনও প্রজাতির। এই আবিষ্কারে বিজ্ঞানীরা ডাইনোসরদে্র সম্পর্কে অনেক কিছু জানতে আগ্রহী হবে। তাদের বিলুপ্তির কারণ সম্পর্কেও তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল