নিজস্ব সংবাদদাতা : ১০ বার বিয়ে ভেঙে ফের একবার নিজের জীবনসঙ্গীর খোঁজ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা বছর ছাপান্নর কেসি। সম্প্রতি এক মনোবিজ্ঞানের অনুষ্ঠানে সম্পর্কের খুঁটিনাটি নিয়ে টিপস নিতে এসেছিলেন কেসি। সেখানেই তিনি কথায় কথায় জানান, জীবনে সঠিক মানুষটির সন্ধানে একটি বা দু’টি নয়, একেবারে দশটি বিয়ে করে ফেলেছেন। যা শুনে অবাক হয়ে যান মনোবিদও।সঠিক মানুষের সঙ্গেই যেন বিয়েটা হয়, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই বোধহয় এরকম ইচ্ছে থাকে। কেসিও কিন্তু তাইই চান। তাঁর ১০টি বিয়ের মধ্যে প্রথম বিয়েটি ৮ বছর টেকে। অষ্টম বছরে স্বামী-স্ত্রীর সহমতের ভিত্তিতে তাঁরা সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। দ্বিতীয় বিয়েটি টিকেছিল ৭ বছর। আর সব থেকে কম সময়ে যে সম্পর্কটি কেসির ভেঙে যায় সেটির বয়স ছিল মাত্র ৬ মাস। সম্প্রতি শেষ অর্থাত্ দশম বিয়েটিও ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । কারণ বর্তমান স্বামী তাঁকে বড্ড নিয়ন্ত্রণ করেন, তাই তাঁকেও ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কেসি । তিনি নিজে জানিয়েছেন গোটা বিষয়টিতে অনেকসময় হাসি পেলেও এতে মজার কিছুই নেই। আসলে এতে তাঁর খারাপই লাগে। কেসি জানিয়েছেন, শেষ পর্যন্ত তাঁর কত বার বিয়ে হল, সেই সংখ্যা নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। সত্যি সত্যি ভালবাসার মানুষটিকে তিনি খুঁজেই যাবেন, খুঁজেই যাবেন। তার জন্য একাদশতম বিয়ে করতেও তিনি রাজি।
Reported on – 30th October 2020
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়