অনেক পদে আছি, ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, সে কারণেই ইস্তফা..’: খবর শুভেন্দুর পরিবারসূত্রে
‘অনেকগুলি পদে আছি, তাই ব্যক্তিগত আক্রমণ হচ্ছে। সে কারণেই পদ ছাড়ার সিদ্ধান্ত।’ এমনটাই জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর পরিবারসূত্রে।
এদিন সকালে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ই-মেল মারফৎ সিদ্ধান্ত জানান তিনি। ই-মেলের কপি পাঠান রাজ্যপালকেও।
‘হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান থেকেও পদত্যাগ করেন তিনি।
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে