নিজস্ব সংবাদদাতা : কিং খান মানেই বাড়তি উন্মাদনা। সারা দেশ জুড়ে যার কোটি কোটি ভক্ত রয়েছে। কিছুদিন আগেই সবাইকে ছাপিয়ে সেরার সেরা শিরোপাও জিতেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাকে নিয়েই দর্শকমনেই সবসময়েই উত্তেজনা রয়েছে। বড়পর্দা থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন শাহরুখ খান । সম্প্রতি টুইটারে থেকে শাহরুখের কাছে বেশ কিছু প্রশ্ন আসে। শাহরুখের শেষ ছবি জিরো মুক্তি পেয়েছিল ২০১৮য়। ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা ছিলেন ছবিতে। ছবিটি ফ্লপ হয়। তারপর শাহরুখের নতুন প্রজেক্টের কথা শোনা যায়নি। এক ফ্যান যখন প্রশ্ন করেন, গত ১০ বছরে বাজে স্ক্রিপ্ট বাছাইয়ের জন্য কি দুঃখ বোধ করেন? শাহরুখ বলেন, আপনি যা করছেন, তাতে বিশ্বাস, ভরসা রাখতে হবে। সাফল্য, স্বীকৃতি-সব তো দর্শকের হাতে। আপনার বিশ্বাস আপনার হৃদয়ে। আরেক ভক্ত প্রশ্ন করেন, অনামী বন্ধুদের সঙ্গে বেরলে শাহরুখ কি পুরো বিল মেটান না আংশিক দেন? শাহরুখ বলেন, এর সঙ্গে বিখ্যাত বা অখ্যাতের প্রশ্ন নেই। ওরাই বিল মেটায়, আমার টাকাপয়সা সঙ্গে থাকে না। সেখানেই এক ব্যক্তি শাহরুখ খানকে প্রশ্ন করে, ‘ভাই মন্নত বিক্রি করতে চলেছেন নাকি’?অনুরাগীর এই প্রশ্নের সপাট জবাব দেন শাহরুখ। তিনি সাফ জানান, ‘মন্নত বিক্রি করবার জিনিস নয়, বরং মাথানত করে সেটা চেয়ে নিতে হয়। আর সেটা মনে রাখলেই জীবনে কিছু করে দেখানো সম্ভব হয়। ‘বলি অভিনেতা শাহরুখ খানের স্বপ্নের রাজপ্রসাদ ‘মন্নত’। মুম্বইয়ের বান্দ্রার সবচেয়ে অভিজাত এলাকায় আরব সাগরের ধারে অবস্থিত এই বাংলো ‘মন্নত’ মায়ানগরীর অন্যতম আকর্ষন। ‘মন্নত’-এর বর্তমান বাজারদর প্রায় ২০০ কোটি টাকা।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল