নিজস্ব সংবাদদাতা : ‘পশ্চিমবঙ্গের প্রশাসনের উপর কেন্দ্রের ভয়ঙ্কর হস্তক্ষেপের নিন্দা জানাই। নির্বাচনের ঠিক আগে পুলিশ আধিকারিকদের কেন্দ্রে স্থানান্তরিত করার চেষ্টা করে রাজ্যগুলির অধিকার লঙ্ঘন করা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা’। তিন আইপিএস অফিসারের বদলি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাষাতেই সমর্থন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নড্ডার নিরাপত্তার নজরদারিতে থাকা ওই তিন আইপিএস অফিসার নাম রাজীব মিশ্র (এডিজি, দক্ষিণবঙ্গ), প্রবীণ ত্রিপাঠি (ডিআইজি, প্রেসিডেন্সি রেঞ্জ) এবং ভোলানাথ পাণ্ডেকে (এসপি, ডায়মন্ড হারবার) রাজ্যের বাইরে বদলি করার কথা জানায় স্বরাষ্ট্রমন্ত্রক।এর আগেই রাজ্যের কাছে ওই তিন অফিসারকে ডেপুটেশনে পাঠানোর অনুরোধ জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু তাঁদের ছাড়া হয়নি। রাজ্য সরকার চিঠি দিয়ে মন্ত্রককে জানিয়ে দেয়, তিন অফিসারকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় টুইট করে জানান, কেন্দ্রের এই পদক্ষেপ আইপিএস ক্যাডার রুল-১৯৫৪’র পরিপন্থী। তাতে সংঘাত আরও চরমে ওঠে।এরপরও ফের রাজ্য প্রশাসনের তরফে জানানো হয় যে তিন আইপিএস অফিসারকে এখনই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যাবে না। ফলে শুক্রবার তাঁদের দিল্লিতে রিপোর্টিংয়ের জন্য তলব করা হলেও রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডে দিল্লি যাচ্ছেন না। এই পরিস্থিতিতে কেন্দ্রের পদক্ষেপের বিরোধিতা করে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো। বাংলার প্রতি এ ধরনের আচরণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে তিনি মনে করছেন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল