নিজস্ব সংবাদদাতা : মহাকাশে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’। চলবে শুটিং। নতুন গ্রহের আবিস্কারের বদলে এবার মহাকাশকেই শুটিং ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছে পুতিনের দেশ ,রাশিয়া। জানা যাচ্ছে, রাশিয়ার ‘চ্যানেল ওয়ান’ কতৃপক্ষ মহাকাশে চলচ্চিত্র নির্মাণের এই উদ্যোগ নিয়েছে। চলছে নায়িকার খোঁজ। গোটা রাশিয়া জুড়ে অনলাইনে চলছে অভিনেত্রী বাছাইয়ের কাজ।তবে যেমন তেমন নয়, মহাকাশের মাটিতে শুটিংয়ের জন্য বাছাই করা অভিনেত্রীর থাকতে হবে বিশেষ কতগুলি বৈশিষ্ট্য। তবেই ছাড়পত্র মিলবে সিনেমা করার। যার বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। উচ্চতা হবে ১৫০-১৮০ সেমি। দৈহিক ওজন ৫০-৭৫ কেজি হওয়া বাঞ্চনীয় এবং আবেদনকারী প্রার্থীকে অবশ্যই রাশিয়ান হতে হবে। এছাড়াও তাঁর নামে থাকতে পারবে না কোনও ক্রিমিনাল রেকর্ড।আপাতত ছবিটির একটি নাম দেওয়া হয়েছে, তা হলো ‘চ্যালেঞ্জ’। যদিও এটাই চূড়ান্ত নয়। তিনটি সংস্থা ছবিটি প্রযোজনার দায়িত্ব নিয়েছে। তারা হলো, ‘রোজকসমস’, ‘চ্যানেল ওয়ান’ এবং ‘ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টুডিও’।চিত্রগ্রহণ ২০২১ সালের অক্টোবরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হবে। সব ঠিক থাকলে এবার পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে হবে সিনেমার শুটিং।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা