নিজস্ব সংবাদদাতা : নতুন করে এফআইআর দায়ের হল অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। মহারাষ্ট্র পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে অর্ণব গোস্বামী -কে গ্রেপ্তার করার জন্য তাঁর বাড়িতে গিয়েছিলেন পুলিশকর্মীদের একটি দল। কিন্তু, তাঁদের তিন ঘণ্টা বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। পরে অর্ণবকে যখন তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছিল তখন তাঁর স্ত্রী কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দিয়েছেন। অর্ণব গোস্বামীও একজন মহিলা পুলিশ আধিকারিককে হেনস্তা করেছেন। তাই বুধবার সন্ধ্যাবেলায় নতুন করে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩,৫০৪. ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।২০১৮ সালের একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলাতে অর্ণবকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এ দিন সকালেই মুম্বইতে অর্ণব গোস্বামীর বাড়িতে হানা দেয় মুম্বইয়ের রায়গড়ের পুলিশ আধিকারিকরা। সকালেই গ্রেফতার করা হয় তাঁকে।প্রাথমিক পাওয়া তথ্যে জানা গিয়েছে, ২০১৮ সালে এক ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেছিলেন। অর্ণব তাঁর পাওনা ৮৩ লক্ষ টাকা মেটাননি বলেই ওই ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেন বলে অভিযোগ। সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে রিপাব্লিক টিভি-র এডিটরকে। এই মামলায় অর্ণব গোস্বামী ছাড়াও ফিরোজ শেখ এবং নীতীশ সারদা বলে আরও দু’ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পুলিশ।এই মামলার তদন্ত বন্ধ হয়ে গেলেও চলতি বছরের মে মাসে ফের এই মামলার পুনরায় তদন্তের নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
Report by Mitali Ghosh ( Mumbai)
Reported on – 05/11/2020
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল