নিজস্ব সংবাদদাতা : শনিবার ইংরেজী নতুন বছরের দ্বিতীয় দিন পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা ব্লকের দ্বারিবেড়িয়াতে সভা করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার আগে শুভেন্দু সভা থেকে কিছুটা দূরে মহিষাদলে শুভেন্দুর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন শুভেন্দু অধিকারী।তার পরেই গত মঙ্গলবার নন্দীগ্রামে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু ।সেই অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে ভুতার মোড়ে বিজেপি কর্মীদের উপরে হামলা হয় ।প্রতিবাদে শুক্রবার সোনাচুড়ায় সভা করেন শুভেন্দু অধিকারী।সেই সভা থেকে রাজ্যের শাসক দল তৃনমুলকে তীব্র আক্রমন করেন ।একই সঙ্গে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তোলাবাজ বলেন তিনি ।শাসক দলকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘‘তৃণমূলের দুষ্কৃতীরা এখন আমাদের ভয় পাচ্ছে। ধর্মীয় সভায় যাওয়ার পথেও হামলা করছে। ৮ তারিখ শক্তি দেখাব নন্দীগ্রামে।১ লক্ষ জমায়েত হবে এই সভায়। যত গাড়ি লাগে লাগুক। সোনাচূড়া থেকেও সবাই যাবেন। এ বার যদি কেউ পথে আটকায় আমাকে একটা ফোন করবেন। আগের দিন আমি প্রস্তুত ছিলাম না। এবার যদি হামলা হয়, আমি নিজে আসব।’ অপরদিকে আজ শনিবার সকালে মহিষাদলের তেরোপেখ্যা মোড়ে এলাকাবাসীর নজরে আসে শুভেন্দু অধিকারীর বেশ কয়েকটি ফ্লেক্স ছেড়া হয়েছে। অভিযোগ শুক্রবার রাতে ফ্লেক্স ছেঁড়ার পর সেগুলি পাশের ডোবাতে ফেলে গেছে দুষ্কৃতীরা। গোটা ঘটনায় স্থানীয় বিজেপির তরফ থেকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। তাঁদের অভিযোগ এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরী করতে এটা তৃনমুলের চক্রান্ত।তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।উল্টে তাঁরা একে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে দাবি করেন।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 02/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা