মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

মহুয়া মৈত্রকে আইনি নোটিস, ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি


নিজস্ব সংবাদদাতা : রবিবার নদিয়ার গয়েশপুরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক ছিল মহুয়া মৈত্রের। সেখানের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানেই এক সাংবাদিককে বেরিয়ে যাওয়ার কথা বলতে শোনা গিয়েছে সাংসদকে। ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে সংবাদমাধ্যমকে ‘দু’পয়সার’ বলে কটাক্ষ করতে শোনা গিয়েছে। তাঁর এই মন্তব্য নিয়েই বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়। কলকাতা প্রেস ক্লাবের তরফে ওই মন্তব্যের নিন্দা করে একটি বিবৃতি দেওয়া হয়। তবে তারপরেও দুঃখপ্রকাশ তো দূর অস্ত। তিনি লেখেন, ‘আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিন হার্টফুল অ্যাকিউরেট থিংস আই সেড।’অর্থাত্ ‘সঠিক’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন তৃণমূল সাংসদ।তাঁর ক্ষমা চাওয়ার পন্থায় বিরক্ত বেশিরভাগ মানুষ। বিনোদন জগত্ থেকে রাজনৈতিক মহল সকলেই তাঁর কার্যকলাপে ক্ষুব্ধ। তারই পরিপ্রেক্ষিতে মহুয়াকে আইনি নোটিস পাঠালেন হাই কোর্টের আইনজীবী তথা সাংবাদিক স্মরজিত্ রায়চৌধুরী। অবিলম্বে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা নোটিসে উল্লেখ করা হয়েছে। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার কথাও ভাববেন বলেই আইনি নোটিসে উল্লেখ করেন আইনজীবী।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল বিভিন্ন মহল। রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ, আন্দোলন। একাধিক সংবাদমাধ্যম ইতিমধ্যেই সাংসদ মহুয়া মৈত্রকে বয়কট করেছে।

Share this News
error: Content is protected !!