নিজস্ব সংবাদদাতা : ”মহেশ ভাট একজন অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি। উনি আমার এবং আমার পরিবারের ক্ষতি করতে চাইছেন। উনি যে কত অভিনেতা, পরিচালক এবং সঙ্গীত পরিচালকের কেরিয়ার স্রেফ একটা ফোনে শেষ করে দিয়েছেন, ভাবা যায় না। উনি একটা ফোন ঘোরান আর বিভিন্ন লোকের কাজ চলে যায়!” মহেশ ভাটের ভাগ্নে সুমিত সাবরওয়ালের প্রাক্তন স্ত্রী লুভিয়েনা লোধ সোশ্যাল মিডিয়ায় এই গুরুতর অভিযোগ এনেছিলেন। লুভিয়েনার ওই বক্তব্যের প্রেক্ষিতে বম্বে হাইকোর্টে মহেশের তরফে ১ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। লুভিয়েনার অভিযোগ , ”মহেশ ভাট এই ইন্ডাস্ট্রির ডন! উনি বহু লোকের জীবন এবং কেরিয়ার বরবাদ করে দিয়েছেন। ওঁর ভাগ্নের বিরুদ্ধে আমি ডিভোর্স ফাইল করেছি। তার পর থেকেই মহেশ ভাট আমার এবং আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন’। মহেশ ভাটের বোন কুমকুম সেহ্গালের ছেলে সুমিত সাভরওয়াল। সুমিত ও লুভিয়েনার বিয়ে হয় ২০১০ সালে। বিয়ে করে সুমিতের বাড়ি যাবার পর সেখানে মাদকের অবাধ সরবরাহ ছিল বলেও জানিয়েছেন লুভিয়েনা। তিনি বলেছেন, ‘ মহেশের বোন কুমকুম সেহ্গাল আমার কাছে স্বীকার করেছিলেন যে এই ধরণের ব্যবসা তাঁরা অনেকদিন ধরে চালাচ্ছেন। আর এখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। তাই আমি সব কথা প্রকাশ্যে আনলাম’। মানহানির মামলা প্রসঙ্গে , লুভিয়েনার বক্তব্য, ‘ আমি কারওর মানহানি করছি না। আমি সত্য বলছি। আমি ন্যায়বিচার চাই।’
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল