ফের মাইলস্টোনে মাহি! আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ তম ম্যাচ খেলার নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি৷ সোমবার শেখ জাদেয় স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখানে চেন্নাই সুপার কিংস অধিনায়ক৷
গত এক দশকে টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক হিসেবে তাঁর মুকুটে জুড়েছে প্রচুর পালক। চলতি টুর্নামেন্টে ইয়েলো ব্রিগেডের পারফরম্যান্স আশানরূপ না হলেও উইকেটের পিছনে দস্তানা হাতে দাঁড়িয়ে শততম ক্যাচ পূর্ণ করার নজির গড়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোমবার আবুধাবিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে আরও একটি পালক জুড়ল ধোনির মুকুটে।
Report by Rahul Gupta
Reported on – 20-October-2020
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ