নিজস্ব সংবাদদাতা : বাড়ি তৈরীর জন্য মাটি খোঁড়ার সময় বেরিয়ে এলো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের চিহ্ন। ‘মন্দির নগরী’ হিসেবে খ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শহরের কালাচাঁদ মন্দির থেকে মোটামুটি একশো মিটার দূরে নতুন বাড়ি তৈরীর জন্য এক ব্যক্তি মাটি খোঁড়ার কাজ করছিলেন। সেই সময় মাটির সামান্য নিচেই এই প্রাচীন ধ্বংসাবশেষের সন্ধান মেলে। সুদৃশ্য ইঁটের কারুকার্য ও চুন-সুরকি দিয়ে তৈরী মাটির নিচে এই ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে খবর পেয়েই অসংখ্য মানুষ ভিড় করেন। পৌঁছে যান পুরাতত্ত্ব বিভাগের কর্মী-আধিকারিকেরাও। প্রাথমিকভাবে অনেকেই মনে করছেন, কোনও মন্দিরের ধ্বংসাবশেষ হলেও হতে পারে। কোনওভাবে তা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত এবিষয়ে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ভূমি দফতরের মাধ্যমে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পুরাতত্ব বিভাগের নজরেও বিষয়টি আনা হয়েছে। ঐতিহাসিক গুরুত্বযুক্ত কোনও মন্দিরের ধ্বংসাবশেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার পর আসল চিত্র উঠে আসবে বলে তিনি জানান। তবে পুরো বিষয়টি নিশ্চিত হতে প্রশাসনের তরফে আপাতত খননকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দা নকুল লোহার বলেন, সাধারণভাবে দেখে যা মনে হচ্ছে এটি কোনও মন্দিরের চূড়া হলেও হতে পারে। খবর পেয়ে পুরাতত্ব বিভাগের আধিকারিকরা বিষয়টি দেখে গিয়েছেন বলে তিনি জানান।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন