নিজস্ব সংবাদদাতা: সামনেই উৎসবের মরশুম। উৎসব উপলক্ষ্যে বিভিন্ন ই-কমার্স সাইট, ইলেকট্রনিক্স বা স্মার্টফোন ব্র্যান্ডগুলি বিশেষ সেল আয়োজন করেছে। নজরকাড়া অফার নিয়ে হাজির স্মার্টফোন নির্মাতা সংস্থা Xiaomi ! আগামী ১৬ অক্টোবর থেকে Xiaomi-র বিশেষ ফেস্টিভ সেল শুরু হতে চলেছে। ‘Diwali with Mi’ নামের এই সেলটি চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এই সেলে, সংস্থার বিভিন্ন প্রোডাক্টে আকর্ষণীয় অফার এবং ছাড় তো থাকবেই, পাশাপাশি সেল উপলক্ষ্যে বিশেষ ফ্ল্যাশ সেল লাইভ হবে। Xiaomi গোল্ড, প্লাটিনাম এবং ডায়মন্ড ভিআইপি সদস্যদের ডিল এবং অফারের প্রথম দিকে অ্যাক্সেস দেবে। এই সদস্যরা একদিন আগে সেলটিতে প্রাপ্ত ডিলগুলি অ্যাক্সেস করতে সক্ষম হবেন। এই সেলে Redmi Note 9 Pro Max এবং Redmi Note 9 Pro-এর দামটি প্রথমবারের জন্য কমবে। একই সময়ে, Redmi Note 9 সর্বনিম্ন দামে বিক্রি হবে। এই স্মার্টফোনের দাম কত টাকা কমে যাবে এ মুহুর্তে তা জানা যায়নি। এছাড়া Redmi Note 9 Pro এবং Mi টিভি ৪২ ও ৩২ ইঞ্চির স্মার্ট টিভি ইত্যাদি কেনার সোনার সুযোগ থাকবে। সেল চলাকালীন, এগুলি প্রতিদিন রাত ১০টা এবং সন্ধ্যা ৬ টায় কেনা যাবে। এছাড়া, প্রতিদিন বিকাল ৪টায় বিশেষ ফ্ল্যাশ সেল হোস্ট করবে সংস্থাটি। Xiaomi Mi বিক্রয়ের জন্য এক্সিস ব্যাংক এবং ব্যাংক অফ বরোদার সঙ্গে দিচ্ছে বিশেষ সুযোগ। এক্সিস ব্যাংক কার্ড এবং ব্যাংক অফ বরোদা ক্রেডিট কার্ডে গ্রাহকরা ১০০০ টাকা পর্যন্ত তাত্ক্ষণিক ছাড় পাবেন। এছাড়া Mi বিক্রয়ে এবার ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতি সন্ধ্যায় ১ টাকার ফ্ল্যাশ বিক্রয় হবে। পাশাপাশি , যে সমস্ত গ্রাহক শাওমির নিজস্ব ই-ওয়ালেট Mi Pay-র মাধ্যমে পেমেন্ট করবেন তাঁরা ৫,০০০ টাকা অবধি ক্যাশব্যাক জিতে নিতে পারবেন।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন