মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

মাদক কাণ্ডে বিপাকে করণ জোহর


নিজস্ব সংবাদদাতা : মাদক কাণ্ডে বিপাকে করণ জোহর । বলিউড তারকাদের নিয়ে তাঁর পুরনো পার্টির বিস্তারিত তথ্য জানতে চেয়ে প্রযোজক-পরিচালককে নোটিস পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বৃহস্পতিবারই এই নোটিস করণকে পাঠানো হয়েছে। প্রায় এক বছর পুরনো ওই পার্টির সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর সমস্ত বৈদ্যুতিন প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্রও দেখতে চাওয়া হয়েছে। শিরোমণি অকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসার অভিযোগের ভিত্তিতেই এই নোটিস পাঠানো হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। করণ জোহরের হাউস পার্টির ভাইরাল ভিডিওটি নিয়ে বহুদিন ধরেই জলঘোলা হচ্ছে। পার্টিতে দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, ভিকি কৌশল, জোয়া আখতার, শাহিদ কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর-সহ বহু তারকাই উপস্থিত ছিলেন। প্রথম যখন ভিডিওটি ভাইরাল হয়েছিল তখনই নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ উঠেছিল। কিন্তু কালের নিয়মে তা হারিয়ে যায়। তবে তা ভোলেননি শিরোমণি অকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসা। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভাইরাল ভিডিওটির ফরেনসিক রিপোর্ট আসে এনসিবির হাতে। রিপোর্টে নাকি জানানো হয়, করণের পার্টির ভিডিওয় কোনও কাটাছেঁড়া করা হয়নি। এরপরই টুইটে করণকে একহাত নেন মনজিন্দর সিং সিরসা। তাঁকে বলিউডের মাদকচক্রের ‘মূল পাণ্ডা’ আখ্যা দেন। করণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত বলিউডের মাদক মামলা নিয়ে অনেক ঘটনাই ঘটে গিয়েছে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিককে গ্রেপ্তার করা হয়েছিল। শর্ত সাপেক্ষে জামিন পান দু’জন। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই NCB দপ্তরে হাজিরা দিতে হয়েছে দীপিকা পাড়ুকোন , সারা আলি খান , শ্রদ্ধা কাপুর , রকুলপ্রীত সিংকে । গ্রেপ্তার করা হয়েছিল কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। সেই দু’জনও জামিনে মুক্ত। জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে। গ্রেপ্তারির পর জামিন পেয়েছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রাক্তন প্রোডিউসার ক্ষীতিশ প্রসাদ এবং প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী। অর্জুন রামপালকে একবার জিজ্ঞাসাবাদের পর ফের ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞাসাদের সমন এড়িয়ে সময় চেয়ে নেন অভিনেতা। এবার করণ জোহরের পালা।

Share this News
error: Content is protected !!