নিজস্ব সংবাদদাতা : মাদক কিছুতেই পিছু ছাড়ছে না অর্জুন রামপালকে। এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের প্রশ্নের মুখোমুখি বলিউড তারকার বোন কোমল রামপাল । ১৯৯৪ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার অন্যতম ফাইনালিস্ট ছিলেন কোমল। পরে বেশ কিছু বছর বিমান সেবিকার কাজ করেন। বর্তমানে স্পা কনসালট্যান্ট তিনি। এহেন কোমলকে মাদক মামলায় কেন ডাকা হল? সেই সম্পর্কে নিশ্চিত কিছু জানা না গেলেও, শোনা গিয়েছে, অর্জুনের বাড়ি থেকে যে নিষিদ্ধ ড্রাগ উদ্ধার করা হয়েছিল, সেগুলির কিছু তাঁর পোষ্য কুকুরের এবং কিছু বোন কোমলের। এমনই দাবি করেছিলেন অভিনেতা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বইয়ের বিনোদন জগতে মাদকচক্র নিয়ে তদন্ত শুরু করেছিল NCB। সেই তদন্তের সূত্র ধরেই অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেত্রিয়াদেসের ভাই আগিসিলাওসকে গ্রেপ্তার করা হয়েছিল লোনাভলা থেকে। শোনা গিয়েছে, আগিসিলাওসের সূত্র ধরেই অর্জুন এবং তাঁর প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। পরে অর্জুনকে আবার ডেকে পাঠানো হয়। সূত্রের খবর মানলে, দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের সময় অর্জুন ওষুধের প্রেসক্রিপশন জমা দিয়েছিলেন। কিন্তু NCB আধিকারিকরা সন্দেহ করছেন, অর্জুন যে প্রেসক্রিপশন দিয়েছেন তা ভুয়ো। সম্ভবত তা কোনও বন্ধুর মাধ্যমে জোগাড় করেছিলেন অভিনেতা। আর যদি তা প্রমাণিত হয় তাহলে বলিউড তারকার গ্রেপ্তারির পথ প্রশস্ত হবে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 07/01/2021
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব