নিজস্ব সংবাদদাতা : ঝাড়খণ্ডের রাজমহল ঘাট থেকে পাথর বোঝাই ১০টি লরি মালদহের মানিকচক ঘাটে এসে ভিড়েছিল। বার্জ থেকে এক এক করে লরি নামছিল। একটি লরি নেমে নিরাপদে নদীর ঘাট থেকে উপরে উঠে আসে। কিন্তু দ্বিতীয় লরিটি নামার সময়েই বিপত্তি ঘটে। বার্জের উপর থাকা লরিগুলির ভারে এক দিকে কাত হয়ে উল্টে যায় বার্জটি। ফলে ৮টি লরিই ডুবে যায় জলে। গভীর রাত পর্যন্ত ১৪জন নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে ১২জন সাঁতার কেটে গঙ্গার বিভিন্ন পাড়ে উঠে এসেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ২ জন এখনও নিখোঁজ। নিখোঁজ দু’জন হলেন বছর পঁয়ত্রিশের ময়না শেখ এবং বছর চল্লিশের মন্টু শেখ। শোনা যাচ্ছে, তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার ভোরে গতি পেয়েছে সেই উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে এলাকায় হইচই পড়ে। ছুটে যান মালদহের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল,জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া। ক্রেন এনে লরিগুলিকে তোলা হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সড়কপথে অনেক ঘুরে আসতে হয় বলে লরি চালকরা এই জলপথই বেছে নেন। যানবাহনের পাশাপাশি যাত্রীরাও পারাপার করেন এই বার্জগুলিতে। দু’টি ঘাটই নিয়ন্ত্রণ করে ঝাড়খণ্ড সরকার। ঘাটের বরাতও পড়শি রাজ্য থেকে নিয়ন্ত্রিত হয়। কিন্তু বার্জগুলিতে ক্ষমতার তুলনায় অতিরিক্ত লরি বা পণ্য পরিবহণ হচ্ছে কি না, সে সব ঠিকমতো নজরদারি হয় না বলে অভিযোগ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে লরিগুলিতে ওভারলোডের কারনেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফিরে আসা কিছু লরিচালক জানিয়েছেন, লরিতে অনেক বেশি ওজনের পাথর ও স্টোন চিপস বহন করা হচ্ছিল। তার জেরেই বার্জ থেকে পাড়ে উঠতে গিয়ে ১৬ চাকার একটি লরি ভারসাম্য হারিয়ে উল্টে যায়।
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার