নিজস্ব সংবাদদাতা : মালদা বিস্ফোরণ কান্ডে তুঙ্গে উঠেছে তরজা। দিলীপ ঘোষ ও রাজ্যপালের মন্তব্য খারিজ করে, দুর্ঘটনার তত্ত্বে শিলমোহর দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর । অন্যদিকে সুজাপুর বিস্ফোরণকাণ্ডে আরও একজনের মৃত্যু হল। মালদা থেকে কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে তাঁর। পুলিস সূত্রে খবর, এনিয়ে মোট ৬ জনের মৃত্যু হল। মৃতের নাম আবদুল সাহেদ। পুলিস সূত্রে খবর, কারখানার মালিক ছিলেন আবদুল সাহেদ। কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আবদুল সাহেদের। মালদার কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্লাস্টিক কারখানার ক্রাশার মেশিন ব্লাস্ট করেছিল বলে প্রাথমিকভাবে অনুমান। এই ক্রাশার মেশিনের মাধ্যমে প্লাস্টিকের দানা বের করা হয়। ঘটনাস্থলেই ৫ শ্রমিক প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শ্রমিকদের দেহ টুকরো টুকরো হয়ে যায়। দেহাংশ বেশ কিছু দূরেও ছিটকে যায় বলে খবর। এ দিনই মালদহের সুজাপুরে হেলিকপ্টারে পৌঁছন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের হাতে তুলে দেন ক্ষতিপূরণের চেক। মৃতদের পরিজনদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। বিস্ফোরণের পরই দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য পুরমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যর স্বরাষ্ট্র দফতর জানিয়েছে এই বিস্ফোরণ নিছক একটি দুর্ঘটনা। প্লাস্টিক প্রসেসিং মেশিনে কাজ চলাকালীন বিস্ফোরণ হয়েছে। তবে কিভাবে এই দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন