নিজস্ব সংবাদদাতা : রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বাংলার লিখলেন, ‘মাস্কহীন হোক নতুন বছর।’ তবে সেই শুভেচ্ছাপত্রেও রাজ্যকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি। ধনকড় লেখেন, ‘২০২০ মানুষকে অনেক কিছু শিখিয়েছে। বহু বিপদ দেখেছে গোটা বিশ্ব। টানা ১০ দিন অসহনীয় কষ্ট সহ্য করেছে কলকাতাবাসী। সে সময় কলকাতা পুরসভা ও রাজ্য প্রশাসনের ব্যর্থতা চাক্ষুষ করেছে মানুষ। সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় ফের ঘুরে দাঁড়িয়েছে শহর।’ রাজ্যপালের কথায়, ‘এই বছরটি মানুষকে সহ্যক্ষমতা দিয়েছে, পরস্পরকে সহযোগিতার করতে শিখিয়েছে।’ রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে রাজ্যপাল লিখেছেন, ‘নতুন বছরে বাংলার ঐতিহ্য আরও পরিপূর্ণ হোক। সংবিধানকে সম্মান করে চলুক সকলে।’ শুভেচ্ছাপত্রে উল্লেখিত হয়েছে ‘বহিরাগত’দের কথা। বহিরাগতদের বিভেদমূলক যড়যন্ত্র এড়িয়ে চলার আরজিও জানিয়েছেন তিনি। এরই মধ্যে রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছে গিয়েছে। জগদীপ ধনকড়কে অপসারণের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে তৃণমূলের সংসদীয় দল। রামনাথ কোবিন্দকে দেওয়া স্মারকলিপিতে তাঁরা অভিযোগ করেছেন, ‘রাজ্যপাল সংবিধানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং বারবার সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন। রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকেও জগদীপ ধনকড় বিভাজনের রাজনীতিতে প্ররোচনা দিচ্ছেন। কারণ, কেন্দ্র এবং রাজ্যের শাসক দল একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমরা আশা করেছিলাম, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য মনোনীত হওয়ার পর, জগদীপ ধনকড় তাঁর রাজনৈতিক অতীত ভুলে, সমস্ত দলের প্রতি নিরপেক্ষ মনোভাব নিয়ে কাজ করবেন। কিন্তু, আমাদের আশা পূরণ হয়নি।’
Report by রাহুল গুপ্ত
Reported on – 01/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা