নিজস্ব সংবাদদাতা : এবার কি মারণ করোনায় আক্রান্ত খোদ চিনের প্রেসিডেন্ট? সম্প্রতি চিনের সেনজেন প্রদেশেরএকটি সম্মেলনে জিনপিংয়ের কাশি দেখেই আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন অনেকেই। যদিও প্রত্যাশামতোই চিনের কোনও সংবাদমাধ্যমই এই বিষয়ে খবর করেনি। সম্মেলনের যে ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, তাতে জিনপিংয়ের কাশির সময়েই ক্যামেরার মুখ অন্যদিকে ঘোরানো হয়েছে বা পরে এডিট করা হয়েছে।তবে তাইওয়ানের কিছু সংবাদমাধ্যম ও কিছু বিদেশি সংবাদমাধ্যম অবশ্য গোটা ফুটেজটিই চালায়। গোটা ঘটনাটিই তাঁরা দর্শকদের সামনে তুলে ধরেন। জানা যায়, ৫০ মিনিটের বক্তৃতায় লাগাতার কেশেছেন আর জল খেয়েছেন জিনপিং।এমনকি তাঁর মুখে মাস্ক পর্যন্ত ছিল না। যা দেখে হতবাক সকলেই। বেশ কিছুক্ষণ কাশি চলার পর কিছুটা সুস্থ হন তিনি! আর এই ঘটনাই রীতিমতো আলোচনার বিষয় এখন নেটদুনিয়ায়।এখনো রোজ প্রায় এক ডজন মানুষ চিনে নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। যদিও সংখ্যাটা সন্দেহজনক, কারণ প্রথম থেকেই চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছিল আমেরিকাসহ অনেক দেশ। এমনকী চিনের সংবাদমাধ্যমের একাংশও কমিউনিস্ট সরকারের এই তথ্য গোপনের বিষয়টি নিয়ে সরব হয়েছিল। তবে চিনের সরকার বারবার সংবাদমাধ্যমের গলা চেপে ধরার জন্য ব্যবস্থা নিয়ে
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল