নিজস্ব সংবাদদাতা : আমরা যখন হাঁচি বা কাশি, তখন আমাদের নাক বা মুখ থেকে বাতাসে তার কণা ছড়ায়। কিন্তু মাস্ক না পরে হাঁচলে ২৩ গুণ বেশি ছড়িয়ে যায় ড্রপলেট। আইআইটি বম্বের এক গবেষণায় উঠে এসেছে এই নতুন তথ্য। মাস্ককেই “প্রধান এবং শক্তিশালী অস্ত্র” হিসেবে বর্ণনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন-এর ডিরেক্টর রবার্ট রেডফিল্ড। তাঁদের কাছে বিজ্ঞানসম্মত প্রমাণ রয়েছে যে মাস্কই সব চেয়ে ভালো সুরক্ষা প্রদান করছে। আরও বিস্তারিতভাবে বলতে গেলে রেডফিল্ড ভ্যাকসিনের গুরুত্বকেও হ্রাস করেছেন। বলেছেন, ভ্যাকসিনেও এতটা গ্যারান্টি থাকছে না, যতটা এই মাস্কে থাকছে। গবেষণা বলছে, হাঁচি, কাশির পর বাতাসে কফ ক্লাউড তৈরি হয়। এবং তা পাঁচ থেকে আট সেকেন্ড থাকে। মাস্ক পরা থাকুক বা না থাকুক, এর পর আর সংক্রমণের সম্ভাবনা থাকে না। ৫ থেকে আট সেকেন্ড পর আর বাতাসে ভাসমান অবস্থায় থাকতে পারে না ড্রপলেট। গবেষকরা বলছেন, মাস্ক পরা আর না পরা- এই দুই অবস্থায় আকাশ-পাতাল পার্থক্য ঘটে যেতে পারে পরিস্থিতিতে। মাস্ক না পরা থাকলে সংক্রমণের সম্ভাবনা বাড়ে ২৩ গুণ। মার্চের শেষ সপ্তাহ থেকে টানা কয়েক মাস দেশ জুড়ে সম্পূর্ণ লকডাউনও সংক্রমণ আটকাতে পারেনি। মৃত্যুমিছিল বন্ধ করতে এই পরিস্থিতিতে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল মাস্ক, এ কথা এক বাক্যেই স্বীকার করে নিচ্ছেন সবাই।
Reported on – 23-October-2020
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত