নিজস্ব সংবাদদাতা : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এবার বেশ কড়া হতে চলেছে দিল্লি সরকার। রাজধানীর করোনা পরিস্থিতি নিয়ে গত রবিবার কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে ছিলেন নীতি আয়োগের সদস্য ডক্টর ভি কে পাল। তিনি বলেন, দিল্লির সংক্রমণ মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। সেই মার্চ থেকেই কেজরিওয়াল সরকার ঘোষণা করেছিল মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া ধরা পড়লেই কড়কড়ে ৫০০ টাকা ফাইন দিতে হবে। কিন্তু এখন পরিস্থিতি আরও বিগড়ে গেছে। সংক্রমণ রুখতে না পারলে তার ধাক্কা পড়বে গোটা দেশেই। তাই এখন আর ৫০০ টাকায় কাজ হবে না। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, মাস্ক না পরলে ২০০০ টাকা জরিমানা দিতে হবে।দিল্লি সরকার যদিও জানিয়েছে নতুন করে লকডাউন হবে না রাজধানীতে। তবে করোনা সংক্রমণ ঠেকাতে নতুন কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রথমেই দিল্লির বাজারগুলি কিছুদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। কেন্দ্রের কাছে এই মর্মে প্রস্তাবও পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, দিল্লির বাজারগুলি ক্রমেই করোনার হটস্পট হয়ে উঠছে। মাস্ক না পরে, সামাজিক দূরত্ব না মেনেই সেখানে ভিড় করছে লোকজন। সংক্রমণও তাই বেশিজনের মধ্যে ছড়িয়ে পড়ছে। দিল্লির করোনাভাইরাসের সংক্রমণ রুখতে অরবিন্দ কেজরিওয়াল দেশের সব রাজনৈতিক দলগুলির কাছে আহ্বান জানিয়েছেন। যে কোনও জনবহুল এলাকায় মাস্ক বিলি করার আবেদন জানিয়েছেন তিনি। একই আবেদন জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল