নিউ নরমাল লাইফে OTT প্লাটফর্ম – যেনো চলচ্চিত্র নির্মাতাদের জন্য বাড়তি অক্সিজেন। হাতে মোবাইল সঙ্গে নেট কানেকশন যদি আপনার থাকে তাহলে খুব দ্রুত নতুন নতুন ছবি আপনি দেখতেই পারবেন খুব সহজে। পুজোর মরশুমে নতুনদের নিয়ে নতুন গল্প – শুরু হচ্ছে নতুন ছবি। রহস্য রোমাঞ্চে ভরা ডিটেক্টিভ ছবি ” SMELL “. মাহেক এন্টারটেইনমেন্ট নিবেদিত নতুনদের নিয়ে অরুদিপ্ত দাসগুপ্ত পরিচালিত এই ছবির হয়ে গেলো শুভমহরত। লক্ষি গণেশের পুজো দিয়ে জার্নি শুরু করল ” SMELL “. পরিচালক অরুদিপ্ত দাসগুপ্ত আশাবাদী তাঁর আগামী নতুন প্রজেক্ট নিয়ে। এদিনের সাংবাদিক সম্মেলনে থাকলেন এই ছবির পরিচালক ছাড়াও ছবির প্রযোজক রাজ মল্লিক। থাকলেন এই ছবি দিয়ে আত্মপ্রকাশ হতে চলা নতুন ট্যালেন্টেড অভিনেত্রী শায়েরী সাহা সঙ্গে থাকলেন ছবির আরও এক নতুন অভিনেতা অমিত ও। এই ছবিতে নজর কাড়বে শায়েরী কিংবা অমিতের অভিনয় আশাবাদী স্বয়ং পরিচালক। প্রথমে হল রিলিজ তারপর OTT প্লাটফর্ম এ রিলিজ বললেন অরুদিপ্ত।
ছবির গল্প দর্শকদের ভালো লাগবে মনে করেন ছবির প্রযোজক রাজ মল্লিক
খুব এক্সসাইটেড ” SMELL ” এতে কাজ করতে আসা ছবির নায়িকা শায়েরী। আত্মবিশ্বাস এ ভরপুর শায়েরীর চোখ মুখ।
একজন পেন্টার হিসাবে ” SMELL ” এ অভিনয় করছেন অভিনেতা অমিত।
SMELL এর গন্ধ যে দর্শকদের মন কাড়বে তা শুভ মহরতের দিনেই স্পষ্ট হয়ে গেলো। ছবির শুটিং শুরু হচ্ছে দ্রুত।
Report by মানস চৌধুরী , কলকাতা
Reported on – 09/11/2020
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে