নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের মা বিমলা প্রসাদের জীবনাবসান । বেশ কিছুদিনের জন্য অসুস্থ ছিলেন বিমলা প্রসাদ।মায়ের মৃত্যুতে শোক বিহ্বল টুইট করেন রবিশংকর প্রসাদ। সেখানে মায়ের প্রয়াণের খবর দেওয়ার পাশাপাশি তাঁর আত্মার শান্তিও কামনা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তিনি বলেন, “আমরা ছিলেন অত্যন্ত ধার্মিক একজন মহিলা। পার্টির শুরু দিন থেকেই তাঁর সমর্থন ছিল।”মা বিমলা প্রসাদকে নিজের অনুপ্রেণা হিসেবে কৃতিত্ব দিলেন রবিশংকর প্রসাদ। তিনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন, তাঁর সমস্ত কৃতিত্বের নেপথ্যে ছিলেন মা বিমলা প্রসাদ। মায়ের আশীর্বাদেই তিনি এতদূর আসতে পেরেছেন। বিহারের বিখ্যাত জেপি আন্দোলনে একজন মহিলা স্বেচ্ছাসেবক হিসেবে বিমলা প্রসাদ যেভাবে অংশ নিয়েছিলেন তা জানিয়েছেন আইনমন্ত্রীর বাবা। তাঁকে স্মরণ করে তিনি বলেন, “আমি মনে করতে পারি যে অটল জি, দীনদয়াল জি, নানাজি দেশমুখ পাটনা সফর করার সময় তাঁর আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন।”
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল