নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে দেখতে দেখতে দুর্গা পুজো শেষ। বিজয়ার বিষাদ কাটার আগেই ফের দুর্গা পুজো শুরু হল জামুড়িয়ার মদনতোড় গ্রামে। ফের মন্ত্রোচারণের সঙ্গে সঙ্গে ঢাকের আওয়াজে গমগম করে উঠল মন্দির। নতুন করে পাতা হল ঘট। শুরু হল সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর পুজো। জামুড়িয়ার মদনতোড় গ্রামের “রায়-মুখোপাধ্যায়” পরিবারের পুজো ত্রুটিপূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে শুরু হয়েছে মা দুর্গার আরাধনা। পরিবারের সদস্যদের দাবি এমনটা নাকি নির্দেশ দিয়েছেন স্বয়ং মা দুর্গা। পরিবারের এক সদস্যের ওপর মা ভর করে নির্দেশ দিয়েছেন ত্রুটিমুক্তি পুজো করতে। এই ঘটনার পর গ্রামের মানুষ ফের মেতে উঠেছেন পুজোর আনন্দে। “রায়-মুখোপাধ্যায়” পরিবারের সদস্যদের দাবি সাড়ে তিনশো বছরের পুরানো এই পুজো। এই মন্দিরেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। কথিত আছে এখানকার মা দুর্গা জাগ্রত। অতীতে বহু অলৌকিক ঘটনা ঘটেছে। তবে দ্বিতীয়বার দুর্গা পুজোর ঘটনা এই প্রথম ঘটল। পরিবারের সদস্য সুশান্ত মুখোপাধ্যায়, শান্তি মুখোপাধ্যায়, গজানন মুখোপাধ্যায়দের দাবি সোমবার দশমীর শোভাযাত্রা চলাকালীন পরিবারের সদস্য রাজু মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় অন্য এক ভাইয়ের সঙ্গে। কিন্তু রাস্তায় অস্বাভাবিক আচরণ করতে থাকে রাজু। রাস্তার ধারে পুকুরে স্নান করতে নেমে যায় সে। তারপর মন্দিরে ছুটে গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে পড়ে। পরিবারের সদস্যদের দাবি সেসময় অসীম ক্ষমতার অধিকারি হয়ে উঠেছিল রাজু। তাকে বেদী থেকে নামানো যায়নি। বেদীতে বসেই রাজু বলে অষ্টমীর পুজোয় নিবেদিত নৈবদ্য ভোগ ছিল ত্রুটিপূর্ণ। সেই ভোগে পা ঠেকে গিয়েছিল। তাই নিবেদিত ভোগ গ্রহণ হয়নি। মা রূপী রাজু, অষ্টমঙ্গলার আগেই ঘট পেতে নতুন করে পুজোর নির্দেশ দেন।সেই মতোই ফের নতুন করে পুজোর আয়োজন।
Reported on – 29-October-2020
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল