নিজস্ব সংবাদদাতা : অভিনেত্রী মদালসা শর্মা ইন্সটাগ্রামে বেশ অ্যাকটিভ। সম্প্রতি ইন্সটাগ্রামে তিনি নিজের একটি নাচের ভিডিও শেয়ার করলেন। মদালসার নাচের ভিডিওটি আসলে অনেকগুলি জায়গায় শুট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মদালসা কখনও নিজের ঘরে নাচছেন, কখনও নাচছেন মেক-আপ ভ্যানের মধ্যে। ভিডিওতে মদালসা ব্যবহার করেছেন শাকিরার জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’। মদালসার ডান্স ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মদালসা ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, এটি তাঁর নিজস্ব পার্টি। নেটিজেনরা মদালসার নাচের প্রশংসা করেছেন। এর আগে মদালসা বিদেশের সুইমিং পুলে কিছু ফটো তুলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ফটোগুলিও যথেষ্ট ভাইরাল হয়েছিল।
New Hopes New Visions
More Stories
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড