নিজস্ব সংবাদদাতা : সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুকুল রায় সহ রাজ্যের একঝাঁক বিজেপি নেতা। আবেদনে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে ফৌজদারী মামলাগুলি দায়ের করা হচ্ছে, সেগুলির তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিক শীর্ষ আদালত। তা না হলে সেগুলির তদন্ত প্রক্রিয়া রাজ্যের বাইরে স্থানান্তরিত করা হোক। কয়েকদিন আগেই তৃণমূল বিধায়ক সত্যব্রত বিশ্বাসকে খুনের ঘটনায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিআইডি। সেই চার্জশিটে তৃণমূল বিধায়কের হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত হিসেবে মুকুল রায়ের নাম রাখা হয়েছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে রাজ্য সরকার, এমনই অভিযোগ মুকুলের। বার বার একই অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়র মতো বিজেপি নেতারাও। শীর্ষ আদালতে যাঁরা এই আবেদন করেছেন তাঁদের মধ্যে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও রয়েছেন অর্জুন সিং, সৌরভ সিং, পবন কুমার সিং এবং কবির শঙ্কর বসু। যদি শীর্ষ আদালত মনে করে তদন্ত স্থগিত রাখা যাবে না, সেক্ষেত্রে মামলা অন্যত্র স্থানান্তরিত করার জন্যও আবেদন করেছেন বিজেপি নেতারা।
New Hopes New Visions
More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির