নিজস্ব সংবাদদাতা : দীপান্বিতা অমাবস্যায় শক্তি আরাধনায় মেতে গোটা বাংলা। করোনা আবহেও আলোকমালায় সেজেছে শহর থেকে জেলা। প্রতিবারের মতো এবারও বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর প্রস্তুতি থেকে ভোগ রান্না। সবদিকেই তদারকি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে করোনা পরিস্থিতিতে এবার নিমন্ত্রিত প্রায় নেই বললেই চলে। আত্মীয় বা ঘনিষ্ঠজনেরা যাঁরা উপস্থিত ছিলেন , সবাই কোভিড বিধি মেনে মুখে মাস্ক পরেছিলেন । বারবার ব্যবহার করা হচ্ছিলো স্যানিটাইজার। সেদিকেও কড়া নজর রেখেছিলেন মমতা। কেউ স্যানিটাইজার দিতে ভুলে গেলে, তত্ক্ষণাত্ মনে করিয়ে দিচ্ছিলেন তিনি । বাড়ির পুজোয় উপস্থিত হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবার মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা হয়েছিল। তবে এবার অতিথিদের সমাগম নগন্য। রাতে যান মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। কোভিড বিধি মেনে ভক্তি সহকারে মা কালীর বন্দনায় মেতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, দূরত্ব বিধি মেনে, মাস্ক পরে সবাই যেন আনন্দ করেন উত্সবে।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত