নিজস্ব সংবাদদাতা : প্রথমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যাযের বাড়ি ভাইফোঁটা হল না। সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে ভাইদেরকে উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী বাড়িতে জমজমাট থাকে ভাইফোঁটার আয়োজন। এবার তাঁর বাড়িতে দেখা গেল না সেই চিরাচরিত ছবি। প্রসঙ্গত উত্সবের মরসুমে মুখ্যমন্ত্রীর বাড়িতে দুটি অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়। এক, কালীপুজো দুই, ভাইফোঁটা। এবছর মুখ্যমন্ত্রী কালী পুজোর আমন্ত্রণে কাটছাঁট করেছিলেন। তৃণমূলের এক প্রথমসারির নেতা বলেন, “দিদি প্রতিবারই খুব আন্তরিকতা নিয়ে ভাইফোঁটা দেন। কিন্তু এ বার করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। সেই সচেতনতা থেকেই দিদি এই সিদ্ধান্ত নিয়েছেন। জানি এতে ওঁরও খারাপ লেগেছে। যেমন মনখারাপ হচ্ছে আমাদেরও। কিন্তু এই কঠিন সময়ে এই সচেতনটা না দেখালেও নয়। দিদি সেই সিদ্ধান্ত নিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন।” কোভিড কালে বিভিন্ন সময়ে নাগরিককে জমাযেত থেকে বিরত থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।কার্যক্ষেত্রে তিনিও যে ব্যতিক্রমী নন তাই বোঝালেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সচেতনতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই দেখছেন অনেকে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন