নিজস্ব সংবাদদাতা : এক ঝটিকা সফরে এসে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করে গেলেন মুখ্যমন্ত্রী। করলেন দেবীদুর্গার চক্ষুদান। প্রতিবছরই পুজোর সময় একের পর এক পুজো প্যান্ডেল উদ্বোধনের জন্য যান মুখ্যমন্ত্রী। কিন্তু এই বছর করোনা আবহে ভার্চুয়ালি পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করেন তিনি ।নবান্নে মমতা বলেন, ‘আমার কাছে প্রতি বছরের মতো এ বছর বহু পুজো উদ্বোধনের আমন্ত্রণ এসেছে।’ কিন্তু এই করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে এবার একটু অন্যরকম ভাবে পুজো উদ্বোধনের ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কোনও পুজো উদ্বোধনে যাওয়া মানেই সেখানে বাড়তি ভিড়, তাঁকে একবার দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কোভিড সংক্রমণের এই সময়ে যা বিপজ্জনক। হতে পারে সেসব চিন্তা করেই মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘যাঁরা পুজো উদ্বোধনের অনুরোধ জানিয়েছেন সে সব পুজো ভার্চুয়াল মাধ্যমে নবান্ন থেকে একসঙ্গে উদ্বোধন করে দিতে পারি। জুমের মাধ্যমে সেটা করা হবে। আমার হাতে প্রদীপ থাকবে। আর সব পুজো কমিটির মেয়েদের হাতেও প্রদীপ থাকবে। তা জ্বালিয়েই হবে পুজোর উদ্বোধন।’ ভার্চুয়াল পুজো উদ্বোধনের দিনক্ষণও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ১৫ অক্টোবর, বৃহস্পতিবার সব উত্তর কলকাতার পুজো উদ্বোধন করা হবে। ১৬ অক্টোবর, শুক্রবার হবে বেহালা ও যাদবপুরের পুজো উদ্বোধন। এবং ১৭ অক্টোবর দক্ষিণ কলকাতার পুজোগুলি উদ্বোধন করবেন তিনি।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন