নেতা বদল করলেও ভাগ্যে বদল আনতে পারল না কলকাতা নাইট রাইডার্স৷ শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আত্মসমর্পণ করল ইয়ন মর্গ্যানের কেকেআর৷ নাইটদের ৮ উইকেটে হারিয়ে ফের লিগ তালিকায় এক নম্বরে চলে গেল রোহিত শর্মার মুম্বই৷ এই জয়ের ফলে ৮ ম্যাচে ৬টি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে ফের লিগ তালিকায় এক নম্বরে উঠে আসে মুম্বই ইন্ডিয়ান্স৷
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগেই নেতা বদল করে কেকেআর৷ প্রায় আড়াই বছর নাইটদের নেতৃত্ব দেওয়া দীনেশ কার্তিক এদিন সরে দাঁড়ান৷ টিম ম্যানেজমেন্ট ইয়ন মর্গ্যানের হাতে নেতৃত্ব তুলে দেয়৷ কিন্তু নাইটদের ভাগ্য ফিরেনি৷ মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ফের আত্মসমর্পণ করল কলকাতা নাইট রাইডার্স৷
Report by
Reported on – 17-October-2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’