মুম্বই পুলিশের নজরে মিঠুন চক্রবর্তীর পরিবার। একাধিক অভিযোগ দায়ের মিঠুন চক্রবর্তীর ছেলে ও স্ত্রীর নামে। প্রতারণা থেকে ধর্ষণ। একাধিক অভিযোগে বিপাকে পড়তে পারে মিঠুন চক্রবর্তীর পরিবার।
অভিযোগ করেছেন বলিউড ও ভোজপুরি সিনেমার সঙ্গে যুক্ত এক অভিনেত্রী। মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগ করে ওই অভিনেত্রী জানান, দীর্ঘ চার বছর ধরে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি।
শুধু তাই নয়, তাঁর অমতেই শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়, করানো হয় গর্ভপাতও।
Report by Mitali Ghosh – Mumbai DS News
Reported on – 18-October-2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল