মেট্রোয় চেপে এবার কালীপুজো দিতে যাওয়া যাবে দক্ষিনেশ্বর মন্দিরে। নিউ গড়িয়া থেকে মাত্র এক ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবেন দক্ষিণেশ্বর। ভাড়া মাত্র ৩০ টাকা।
বর্তমানে দক্ষিণ শহরতলির প্রান্তিক স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোর ভাড়া ২৫ টাকা। এই রুটের ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত গড়ালে যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত পাঁচ টাকা।
নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্ধিত রুটে দুটি স্টেশন হয়েছে। একটি বরাহনগর ও অন্যটি দক্ষিণেশ্বর। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব ৪.২ কিলোমিটার। এই রুটে বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন দুটি পরিষেবা দেওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি। জানা গিয়েছে, নোয়াপাড়া থেকে সাত মিনিটেই পৌঁছে যাওয়া যাবে দক্ষিণেশ্বরে।
এদিকে, সব ঠিকঠাক থাকলে এমাসেই বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন পরিদর্শনে আসবেন কমিশনার অব রেলওয়ে সেফটির (সিআরএস) কর্তারা। কমিশনার অব রেলওয়ে সেফটির ছাড়পত্র চলে এলেই নভেম্বরে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি সফর করতে পারবেন যাত্রীরা।
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন