নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকার পরিচালিত মেডিক্যাল কলেজগুলিতে ৫০ শতাংশ ওবিসি সংরক্ষণের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল।এই মাসের শুরুতে কেন্দ্র শীর্ষ আদালতকে জানিয়েছিল, মেডিক্যাল আসনগুলিতে ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া সম্ভব নয়। কারণ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই পড়ুয়ারা নিট-এর আবেদন পত্র পূরণ করেছে। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলবীর সিং আদালতের বেঞ্চকে জানান, সংরক্ষণের রোস্টার ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন স্বাস্থ্য পরিষেবার ডিজি। এর প্রেক্ষিতে তামিলনাড়ু সরকার, শাসক এআইএডিএমকে ও ডিএমকে সুপ্রিম কোর্টে গিয়েছিল।গত ২৭শে জুলাই, আদালত কেন্দ্রকে কেন্দ্র, রাজ্য ও মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের নিয়ে কমিটি গড়তে বলেছিল। যা্তে ওবিসি সংরক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। আদালত আরও জানিয়েছিল, কমিটির সিদ্ধান্ত আগামী বছরগুলি থেকে কার্যকর হবে, এই বছরে নয়। যার জেরে মেডিক্যাল কলেজগুলিতে ৫০ শতাংশ ওবিসি সংরক্ষণের আবেদন নাকচ হয়ে গেলো শীর্ষ আদালতে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল