নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মী মিত্তাল, ইস্পাত ম্যাগনেট আর্সিলার মিত্তালের সিইও হলেন যুক্তরাজ্য, ভারতে এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। মিত্তালরা তাঁদের ব্যবসা প্রথমে ভারতে শুরু করেন। পরে বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়ে। আর্সিলারমিত্তাল-এর সদর দফতর নেদারল্যান্ডসে।সেই মিত্তাল রাজবংশের বংশধর প্রমোদ মিত্তাল এখন ২,৫৪৯,০৮৯,৩৭০ পাউন্ড ঋণে ডুবে রয়েছেন। লক্ষ্মী মিত্তালের ভাই প্রমোদ মিত্তালকে লন্ডন হাইকোর্ট দেউলিয়া ঘোষণা করেছে। কারণ তার বাবা, স্ত্রী, ছেলে এবং শ্যালকসহ বিভিন্ন ব্যক্তির কাছে ২ বিলিয়ন ডলার ঋণী রয়েছেন তিনি। ২০০৬ সালে প্রমোদ গ্লোবাল ইস্পাত কোকসনা ইন্ডাস্ট্রিজ লুকাভ্যাক নামে বসনিয়ান কোক প্রযোজকের ঋণের গ্যারান্টারে হন। যা থেকে তার পতন শুরু করে। সংস্থাটি ১৬৬ মিলিয়ন ডলার ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছিল। এরপর ২০১৯ সালে তাঁকে বসনিয়াতে জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের জন্য গ্রেফতার করা হয়েছিল। এই প্রমোদ মিত্তালই ,২০১৩ সালে, একটি ডাচ বংশোদ্ভূত বিনিয়োগ ব্যাঙ্কার গুলরাজ বেহলের সঙ্গে তাঁর মেয়ে সৃষ্ঠির বিয়ের জন্য ৫০ মিলিয়ন অর্থাত্ ৫০৫ কোটি টাকা ব্যয় করেছিলেন। এক সংবাদমাধ্যমকে প্রমোদ মিত্তাল বলেছেন, “আমার কাছে মাত্র ১.১০ লক্ষ পাউন্ড সম্পদ রয়েছে। আর মাত্র ৪৫ পাউন্ডের জমি রয়েছে। আমার ব্যক্তিগত আয় নেই। আমার ব্যক্তিগত ব্যয় প্রতি মাসে প্রায় ২ হাজার পাউন্ড থেকে ৩ হাজার পাউন্ড মূলত আমার স্ত্রী এবং পরিবার পরিপূর্ণ করে। আমার দেউলিয়া হওয়ার আইনী ব্যয় অন্য তৃতীয় পক্ষ পূরণ করছে।” একই সঙ্গে তিনি জানিয়েছেন তাঁর স্ত্রী আর্থিকভাবে স্বাধীন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল