নিজস্ব সংবাদদাতা : একরত্তি শিশুকন্যাকে নিয়ে লোফালুফি খেলতে গিয়ে বিপত্তি ডেকে আনলেন বাবা। পরিণতিও হল মারাত্মক। শিশুটি প্রাণে বাঁচলেও ছাদ থেকে ঝাঁপিয়ে মৃত্যু হয়েছে তার বাবার। সব মিলিয়ে গভীর শোকের ছায়া পর্ণশ্রী থানা এলাকায়।মৃতের নাম সুভাষ পাণ্ডা। বেহালার পর্ণশ্রী বিশালাক্ষী তলার বাসিন্দা সে। পেশায় রেলকর্মী ছিলেন। ছাদে মেয়ের সঙ্গে খেলছিলেন সুভাষ বাবু। এদিন মেয়েকে কোলে নিয়ে ছুড়ে ছুড়ে’ খেলার সময়ই বিপত্তি ঘটে। খেলতে খেলতেই নিয়ন্ত্রণ হারান সুভাষবাবু। দেড় বছরের কন্যাসন্তান হাত থেকে নীচে পড়ে যাওয়ার উপক্রম হয়। তবে কোনওরকমে মেয়েকে বাঁচিয়ে নেন তিনি। হাতে থাকা মেয়েকে কোনওভাবে ছাদের ভিতরের দিকে ছুড়ে দেন। প্রাণে বেঁচে যায় শিশুটি। কিন্তু নিজেকে আর সামলাতে পারেননি সুভাষবাবু। নিয়ন্ত্রণ হারিয়ে পা হড়কে ছাদ থেকে নীচে পড়ে যান তিনি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন শিশুটির মা থেকে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে আসে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাদের পাঁচিল অনেকটা ছোট। কখনও পাঁচিলে বসে, কখনওবা কার্নিশে বসেও মেয়েকে নিয়ে খেলতে দেখেছেন তাঁরা। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।
New Hopes New Visions
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল