নিজস্ব সংবাদদাতা : এবার বোমা ফাটালেন সারদা কেলেঙ্কারির নায়ক সুদীপ্ত সেন। একুশের আগে সুদীপ্ত বোমা ফাটালেন চিঠি লিখে। কাকে কত টাকা দিয়েছেন তা তিনি চিঠিতে সবিস্তারে উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে। ওই চিঠিতে সুদীপ্ত সেন উল্লেখ করেছেন বিধানসভার বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ৯ কোটি টাকা দিয়েছেন। আর তৃণমূলের শুভেন্দু অধিকারী এবং কংগ্রেসের অধীর চৌধুরীকে দিয়েছেন ৬ কোটি করে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে দিয়েছেন ২ কোটি টাকা। এছাড়া আরও একজন রয়েছেন এই তালিকায়। তিনি হলেন মুকুল রায়। মুকুল রায়কে নিয়ে সুদীপ্ত সেন লিখেছেন, তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড তথা বর্তমান বিজেপির সর্বভারতীয় সহ -সভাপতি মুকুল রায়কে কত টাকা দিয়েছেন, তা তিনি মনে করতে পারছেন না। তবে তাঁকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন বলে উল্লেখ করেছেন সুদীপ্ত সেন। সূত্রের খবর, এই চিঠি কারা দফতরের মাধ্যমে এডিজির কাছে পৌঁছেছে। সেখান থেকে তা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। এই চিঠির পেছনে সুপ্ত রাজনীতি আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। চিঠির বয়ান সুদীপ্ত সেনের লেখা কি না তা পরীক্ষা করবে সিবিআই। চিঠি পাঠানো হবে গ্রাফোলজিস্টের কাছে। গত বিধানসভা নির্বাচনের আগে সামনে এসেছিল নারদা-কাণ্ড। একের পর এক নেতার-মন্ত্রীর হাতে টাকা তুলে দেওয়ার ভিডিও ফাঁস হয়েছিল সংবাদমাধ্যমে। এবার আরও একটা বিধানসভা নির্বাচন। করোনা পরিস্থিতির মধ্যে হলেও ক্রমশ সরগরম হচ্ছে বাংলার রাজনীতি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল