মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

মোদি সরকারের ওপর ক্ষুব্ধ কাশ্মীরি পন্ডিতরা


নিজস্ব সংবাদদাতা : ভূমি সংস্কার আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে জম্মু-কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক দল পিডিপি থেকে শুরু করে ন্যাশনাল কনফারেন্স। ‘রিকনসিলেশন, ‘রিটার্ন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর মাইগ্র‌্যান্টস’ সংগঠনের চেয়ারম্যান সতীশ মহলদার বলেন, গত ৩১ বছর ধরে অপেক্ষায় রয়েছি, কবে আমরা নিজেদের মাতৃভূমিতে ফিরে যাব! এদিকে সরকার আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই কাশ্মীরের জমি বিক্রির জন্য ছেড়ে দিচ্ছে।কাশ্মীরে নয়া ভূমি সংস্কার আইন কার্যকর হওয়ার পর থেকে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করতে শুরু করেছেন কাশ্মীরি পণ্ডিতরা। তাঁরা বলছেন, ‘কফিনের শেষ পেরেক পোঁতা হল। ঘরে ফেরা আরো কঠিন করে দিল মোদি সরকার।’ ৪১৯টি কাশ্মীরি পন্ডিত পরিবার পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত দাবি জানিয়েছিল। উপত্যকার বিশেষ মর্যাদা খর্ব করার পর বছর ঘুরলেও আমাদের নিজভূমিতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনও হেলদোল নেই বলে অভিযোগ তাঁদের। তাঁরা এই ভেবে শঙ্কিত যে, তাদের মন্দির, ধর্মীয়-স্থল, সমস্ত প্রতিষ্ঠানগুলির দখল নিয়ে নেবে জমি মাফিয়ারা।পাঁচ লক্ষ কাশ্মীরি পন্ডিত ঘরছাড়া। অবিলম্বে নতুন জমি আইন নিষিদ্ধ করে সরকারের কাছে তাদের ঘরে ফেরানোর আবেদন করেছেন গৃহহীনরা। নয়তো আগামীদিনে তাদের গোটা সম্প্রদায় লুপ্ত হয়ে যাবে বলে শঙ্কিত তাঁরা।

Share this News
error: Content is protected !!