নিজস্ব সংবাদদাতা : প্রায় ৪ ঘন্টা ধরে বিদ্যুত্ বিচ্ছিন্ন হাসপাতালের অধিকাংশ ওয়ার্ড। হুশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। হুশ নেই বিদ্যুত্ দপ্তরের। ভোগান্তির শিকার রোগীরা। মোমবাতি জেলে রোগী দেখতে হচ্ছে ডাক্তারদের। মশার জ্বালায় অতিষ্ঠ রোগী সহ রোগীর আত্মীয়রা।কোনো গন্ড গ্রাম নয়, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। রবিবার সন্ধের পর থেকে অধিকাংশ ওয়ার্ডই বিদ্যুত্হীন বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। দীর্ঘ সময় ধরে বিদ্যুত্ না থাকায় অপারেশন থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যায়। মোমবাতি জ্বালিয়ে কোনও রকমে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন নার্স ও ডাক্তাররা।হাসপাতালের ভিতর গরমের মধ্যে হাঁসফাঁস অবস্থা রোগীদের। হাত পাখা দিয়ে কোনওরকমে গরম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন তাঁরা ।পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ প্রাথমিকভাবে জানিয়েছেন, জেলা হাসপাতাল চত্বরে মেডিক্যাল কলেজের কাজ হওয়ার সময় বিদ্যুতের তার কেটে যায়।সেকারণে বিদ্যুত্হীন হয়ে পড়ে হাসপাতাল। তবে, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেছেন রোগীর আত্মীয়রা। এতক্ষন বিদ্যুৎহীন পরিবেশে থেকে অনেক রোগীই শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ রোগীর পরিবারের।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন