নিজস্ব সংবাদদাতা : একদিনে টানা তিন ম্যাচে জিতে ফের আইএসএলের লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এল মুম্বাই সিটি। অপরদিকে হারের হ্যাটট্রিক করল বেঙ্গালুরু এফসি। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালোরকে ৩-১ গোলে হারাল মুম্বই। ম্য়াচে মুম্বইয়ের হয়ে গোল করেন মউরটাডা ফল ও বিপিন সিং। অপর একটি গোল করেন ওগবেচে। ম্যাচ হারলেও বেঙ্গালরুর হয়ে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী। এই হারের ফলে লিগ টেবিলে অনেকটাই পিছিয়ে পড়ল কার্লোস কুয়াদ্রাতের দল। দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরুর হয়ে ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি। ৭০ মিনিটে সুনীলের পেনাল্টির পরই ৮৪ মিনিটে বার্থলোমিউ ওগবেচে গোল করে মুম্বইয়ের হয়ে স্কোরলাইন ৩-১ করে দেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয় গোল করার সুবাদে মুম্বইয়ের হয়ে ম্যাচের সেরা বিপিন সিং। এটাই আইএসএলে তাঁর প্রথম হিরো অফ দ্য ম্যাচ। এদিন ম্যাচে একেবারেই নজর কাড়তে পারল না বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধে সুনীলের গোল বাদ দিলে একবারের জন্যেও বেঙ্গালুরুকে ম্যাচ ফিরতে দেখা যায়নি। অন্যদিকে এদিন জয়ের হ্যাটট্রিকের সুবাদে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল মুম্বই। এটিকে মোহনবাগানকে পিছনে ফেলে শীর্ষে এখন মুম্বই সিটি এফসি। ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে লিগের মগডালে সার্জিও লোবেরার দল। অন্যদিকে আইএসএল নিজেদের গত ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে চলতি মরসুমের প্রথম জয় হাসিল করেছিল এসসি ইস্টবেঙ্গল। এই প্রথম লাল-হলুদ শিবিরের খেলায় সত্যিকারের ভারসাম্য এবং বোঝাপড়া চোখে পড়েছে। এমতাবস্থায় বুধবার টুর্নামেন্টের অন্যতম কঠিন দল এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে রবি ফাওলারের দল। এই ম্যাচও কি জিততে পারবে এসসি ইস্টবেঙ্গল? সেদিকেই তাকিয়ে লাল-হলুদ ভক্তরা।
Report by Sports desk
Reported on – 06/01/2021
More Stories
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন জার্সি ভারতের , কিনতে পারেন আপনিও