নিজস্ব সংবাদদাতা : কলকাতা শহরে বাড়ছে গাড়ির সংখ্যা। এ ছাড়া বেড়েছে অফিসও। বেড়েছে কর্ম সংস্থানের সুযোগ। ফলে যানজট বাড়ছে প্রতিদিন। এই অবস্থায় শহরের যানজট কমাতে এক বছর আগেই সিদ্ধান্ত নেওয়া হয় নয়া উড়ালপুল বানানো হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক এবার দ্রুত কাজ শুরুর দিকে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। যে তিনটি রুট বাছাই করা হয়েছে সেগুলি সবকটি গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু যানজট হবার কারণে যাতায়াতের অসুবিধা তৈরি হয়। এই অবস্থায় সেতু বানানো হলে যানজট মোকাবিলা অনেক সহজ হবে বলে মত গণ পরিবহন বিশেষজ্ঞদের।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম ব্রিজ হবে গণেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে নিউ মার্কেট পর্যন্ত। দ্বিতীয় ব্রিজ হবে টালিগঞ্জ থেকে যাদবপুর ফাঁড়ি। তৃতীয় ব্রিজ হবে পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। ইতিমধ্যেই রাজ্য নগরায়ণ দফতর সূত্রে খবর, এই তিনটি সেতু নিয়ে ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, শুধুমাত্র পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ ফাঁড়ি প্রস্তাবিত উড়ালপুল ঘিরে সংশয় প্রকাশ করা হয়েছে। কারণ, এই উড়ালপুলের রাস্তায় মাটির নীচে একাধিক পাইপ লাইন রয়েছে। এর মধ্যে গ্যাস ও বিদ্যুতের লাইন সবচেয়ে বেশি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন , খুব দ্রুত শেষ হবে প্রকল্পের কাজ।
New Hopes New Visions
More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির