নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উত্ক্ষেপণ করে বিশ্বের কাছে নিজেদের সামরিক শক্তির পরিচয় রাখলো ভারত। ভারত-চিন পূর্ব লাদাখ সীমান্তের মাঝামাঝি এলাকায় এই মিসাইলের পরীক্ষামূলক সফল উত্ক্ষেপণ করা হয়। ভারতীয় নৌসেনাবাহিনী সূত্রে খবর, এদিন মিসাইল উত্ক্ষেপণের আগে প্রায় তিন ঘন্টা সাগরের উপর টহল দিয়ে বেরিয়েছে যুদ্ধবিমান সুখোই এম কে ৩০। ভারত-চীন সীমান্তে এহেন শক্তি প্রদর্শন যে কার্যত লাদাখ সংঘাত পরিস্থিতিতে চিনের প্রতি একপ্রকার সতর্কবার্তা, তা বলার অপেক্ষা রাখে না।শব্দেরও কয়েক গুণ গতি সম্পন্ন ঘাতক ব্রহ্মস ক্ষেপনাস্ত্রটি ভারত ও রাশিয়ার যৌথভাবে বানিয়েছে। ইতিমধ্যেই দু’দেশেরই সমরাস্ত্রের গহুরুত্বপূর্ণ অংশ এই ক্ষেপণাস্ত্রটি। ২০০৬ সালে স্থলসেনা ও নৌসেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র । মিসাইলটিকে আরও শক্তিশালী করে তোলা হয়েছে। গত কয়েকবছর ধরেই সুখোই ৩০ এমকেআই ও ব্রহ্মস সংযুক্তির কাজ চালাচ্ছিল দেশীয় সংস্থা হ্যাল।এই মিসাইলটি অতি দীর্ঘ দূরত্ব থেকেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সমুদ্র হোক বা ভূমি, আকাশ থেকে উত্ক্ষেপিত শক্তিশালী সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রহ্মস’ শত্রুপক্ষের জাহাজ নিমেষের মধ্যে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও ভারতের হাতে রয়েছে রুদ্রম ক্ষেপনাস্ত্র। এটি সার্ফেস টু সার্ফেস ক্ষেপনাস্ত্র। ২০২২ সালে এই ক্ষেপনাস্ত্র ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল