মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

যুব দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধান মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : ”দেশের স্বাধীনতা সংগ্রাম স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল। তাঁর জনসেবার আদর্শ আমাদের মনের মন্দিরে আজও উপস্থিত। তাঁর দর্শন দেশকে প্রেরণা জোগায়। প্রজন্মর পর প্রজন্মের প্রেরণা তিনি।” জাতীয় যুব দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নমো বলেন, ‘আজকাল পার্সোনালিটি ডেভলপমেন্ট, টিম ম্যানেজমেন্টের মতো শব্দগুলির সঙ্গে আমরা অত্যন্ত পরিচিত। স্বামী বিবেকানন্দের দর্শন অধ্যায়নের পর এই বিষয়গুলি আরও গভীর ভাবে উপলব্ধি করা সম্ভব। পার্সোনালিটি ডেভলপমেন্টের আসল কথাই হল আত্মবিশ্বাস। ‘স্বামীজি বলতেন, পুরনো শাস্ত্র অনুসারে যাঁরা ঈশ্বরে বিশাস করেন না তাঁরাই নাস্তিক। আর আধুনিক ধর্ম বলে, যাঁর নিজের উপর ভরসা নেই, তিনিই নাস্তিক। আত্মবিশ্বাসের পাশাপাশি নিজের টিমের উপর ভারসা রাখার কথাও বলতেন স্বামীজি। নমোর কথায়, বিদেশের শিক্ষা, প্রতিভাকে সম্মান দেওয়ার ব্যবস্থা সকলকেই আকৃষ্ট করে। নয়া শিক্ষানীতির হাত ধরে এখন দেশেই সেই সুযোগ পাবে যুব সমাজ। নিজেদের স্বপ্নকে সফল করতে নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারবেন তাঁরা। স্বামীজি শারীরিক শক্তির উপর জোর দিতেন, তেমনই মানসিক শক্তির উপরেও জোর দিতেন। তাঁর আদর্শকে সামনে রেখেই ভারতের যুব সমাজের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। স্বামীজি বলতেন যুব সমাজকে দেশের ভাগ্যবিধাতা হতে হবে। রাজনীতিতেও যুব সমাজের প্রয়োজন আছে বলেই মন্তব্য করেন নমো। তাঁর কথায়, নয়া চিন্তা, নয়া উদ্যমের প্রয়োজন রয়েছে রাজনীতির জগতেও।

Report by web desk
Reported on – 12/01/2021

Share this News
error: Content is protected !!