রাহুল গুপ্ত (প্রতিনিধি ) / কুন্তল মন্ডল (চিত্রগ্রাহক )
সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে বেচাকেনা জোরকদমে চলছে রাজ্য খাদি মেলা ২০২২-২৩. শীতের ঠান্ডায় গরম পোশাক জড়িয়ে যাদবপুর থানার কাছে তালতলা গ্রাউন্ডে খাদি মেলায় আসছেন ক্রেতারা।



শহর কলকাতার উত্তর হোক কি দক্ষিণ , কিংবা কলকতার বাইরে একটু দূর থেকেও আসছেন ক্রেতারা খাদির পোশাক কিনতে। ঘর সাজানোর জিনিসও কিনছেন তাঁরা। আসছেন অনেক প্রবাসী বাঙালিও। দিশা শক্তি নিউজের সঙ্গে আলাপচারিতায় উঠে আসছে খাদি মেলায় এসে তাঁরা কি কি কিনছেন।




শুধুমাত্র পোশাক নয় , এই মেলায় এলে আপনি পেয়ে যাবেন ক্রিয়েটিভ হাতের তৈরী নানান জিনিস। যা সত্যি অসাধারণ।





এইবারের খাদি মেলায় মোট স্টলের সংখ্যা ১১৩টি। বাংলার প্রায় প্রতিটি জেলা থেকেই বিক্রেতারা এসেছেন তাঁদের পসরা নিয়ে। সুতি , রেশম , তসর , গরদ , কেটিয়া , মসলিন , পশম প্রভৃতি পোশকের বিপুল সমাহার রয়েছে এইবারের খাদি মেলায়। পাশাপাশি রয়েছে গ্রামীণ শিল্পের নানান সামগ্রী। কাঠের পুতুল , বর্ধমান এবং বীরভুমের কাঁথাস্টিচ , মুর্শিদাবাদের রেশম বস্ত্র , মেদিনীপুরের মাদুর , কোচবিহারের শীতল পাটি ইত্যাদি নানারকম সামগ্রীর স্টল নিয়ে সেজে উঠেছে এইবারের খাদি মেলা।




খাদিকে বাঁচাতে রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করেছে। পুরুলিয়া জেলায় বলরামপুর ব্লকে পলাশ ফুল থেকে আবির তৈরী প্রকল্প , বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে প্রজেক্ট পটচিত্র , মুর্শিদাবাদে জেলার অন্তর্গত ভগবানগোলা – ১ ব্লকে ভাগীরথী হানি প্রকল্প , অন্যদিকে দার্জিলিংয়ে মধু প্রক্রিয়াকরণের প্রকল্পের কাজ চলছে।




পাশাপাশি রাজ্যের মানুষের কাছে কম দামে খাদির দ্রব্য পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছে জনতা খাদি প্রকল্প। সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যা এই মেলায় অবশ্যই বাড়তি আকর্ষণও বটে।




মেলা চলবে আগামী ১৬ জানুয়ারী পর্যন্ত।
Follow us : Face Book , Youtube Address : dishashaktinews // Portal Address : www.dishashaktinews.com
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন