নিজস্ব সংবাদদাতা : বরাবরই রহস্যে মোড়া মিশর। এবার মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে ১০০টি কফিন উদ্ধার করা হয়েছে। আড়াই হাজার বছর পুরনো এই কফিনগুলো উদ্ধার করেছে স্থানীয় পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ। কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অক্ষত মমিও পাওয়া গেছে। তবে অবাক করা ব্যাপার হল অন্তত ৪০টি কফিনে সোনার প্রলেপ দেওয়া রয়েছে। বেশ কয়েকটি কফিনের ভেতর সোনার মূর্তিও রয়েছে বলে গেছে। করোনা সংক্রমণের পাশাপাশি মিশরেও ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিশরের পর্যটন শিল্প। অনেকেই মনে করছেন নতুন এই নিদর্শন উদ্ধার হওয়ার ফলে আবার পর্যটন ঘুরে দাঁড়াবে। কারণ, প্রাচীন নিদর্শন দেখার আগ্রহে দেশ বিদেশ থেকে অনেকেই মিশরের জাদুঘরগুলিতে ভিড় জমাবেন। মিশরের এই অঞ্চল ইউনেস্কো অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রত্নতত্ত্ববিদদের ধারণা কফিনের মধ্যে যে দেহগুলি রয়েছে তা মিশর সভ্যতার একেবারে শেষ পর্যায়ের। এখনও পর্যন্ত সবকটি কফিন খোলা হয়েছে। হায়ারোগ্ল্যাফিক ছবি দিয়ে সাজানো অধিকাংশ কফিন। উদ্ধার হওয়া ১০০ কফিন পলিমেইক শাসনকালের বলে জানিয়েছেন মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানি। ৩২০ থেকে ৩৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর ছিল পলিমেইকের শাসনকাল।মাসখানেক আগেই এই এলাকা থেকে প্রত্নতাত্ত্বিকরা প্রায় আড়াই হাজার বছর আগের ৫৯টি সিল করা কাঠের কফিন উদ্ধার করেছিলেন। যেগুলির মধ্যে ছিল মমি। সাক্কারা নিয়ে এখনও রয়েছে অনেক রহস্য। যা আজও সামনে আসেনি। মিশরের পর্যটন মন্ত্রী তথা প্রত্নতাত্ত্বিক খালেদ আল আন্নি বলেন এখানে এখনও লুকিয়ে রয়েছে অনেক প্রাচীন নিদর্শন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল