নিজস্ব সংবাদদাতা : ব্রিটেনে খোঁজ পাওয়া করোনাভাইরাসের নতুন প্রজাতি ঢুকে পড়েছে ভারতে। নতুন বছর শুরুর আগেই ২০ জনের দেহে সেই ভাইরাসের খোঁজ মিলেছে। অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে সক্ষম এই স্ট্রেনের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে তৈরি কেন্দ্র। করোনা আক্রান্তদের মধ্যে নতুন স্ট্রেনের খোঁজ পেতে দেশকে ভেঙে নেওয়া হয়েছে ৬টি জোনে। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে রাতের কার্ফিউ জারির বিষয়টি দেশের সমস্ত রাজ্যকেই ভেবে দেখতে বলেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শৈত্যপ্রবাহ, দূষণ ও থার্ড ওয়েভে কাবু দিল্লি সাততাতাড়ি নৈশ কার্ফিউ জারি করেছে। মুম্বইও হাঁটছে সেই পথে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে কার্ফিউ জারি থাকবে দেশের রাজধানীতে। আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টা থেকে পরের দিন অর্থাত্ ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে এই কার্ফিউ। রাত্রিকালীন কার্ফিউ চলার সময় প্রকাশ্যে এক সঙ্গে পাঁচজনের বেশি জমায়েত করতে পারবেন না। বর্ষবরণের জন্য সব ধরনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। বাণিজ্যনগরীতে এই লকডাউন জারি থাকবে আগামী ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।নতুন বছরে এক সঙ্গে অনেক গুলো সংস্থার করোনা প্রতিষেধক বাজারে আসছে যা একটু হলেও আাশাজনক। তবে ইংল্যান্ডে উত্পত্তি করোনার নয়া স্ট্রেন চিন্তা বাড়িয়েই রেখেছে। তবে আশায় বাঁচতে ভালোবাসে মানুষ তাই আসন্ন ভ্যাকসিনের উপরে ভরসা রাখতেই হচ্ছে।
Report by মিতালী ঘোষ , দিল্লী থেকে
Reported on – 31/12/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
মার্চের শুরুতেই জেনে নিন ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা