নিজস্ব সংবাদদাতা : ২০১৭ সালের নভেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তখনও তৃণমূলেই ছিলেন তাঁর পুত্র শুভ্রাংশু। অনেক পরে তিনি যোগ দেন গেরুয়া শিবিরে। তবে বাবা-ছেলে কেউই কোনও পদ পাননি। অতিসম্প্রতি মুকুল রায়কে বিজেপির জাতীয় সহ-সভাপতি করা হয়েছে। এমতাবস্থায় ছেলের ফেসবুক পোস্ট ঘিরে অস্বস্তিতে মুকুল। ফেসবুকে পোস্টে শুভ্রাংশু লিখেছেন , রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নিলে কেমন হয়? বিজেপি বিধায়কের এই পোস্ট নিয়ে তাঁর ফেসবুক ওয়ালের কমেন্টে অনেকে অনেক আবেদন নিবেদন করেছেন, অনেকে পরামর্শও দিয়েছেন। কেন এই পোস্ট তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন মুকুলপুত্র। শুভ্রাংশু বলেন, ‘মানুষের কাজ করতে হলে রাজনীতি করতে হবে তার তো কোনও মানে নেই। সেটাই জিজ্ঞেস করতে চেয়েছি। শেখার তো কোনও শেষ নেই। রাজনীতি করি বলি সব কিছু জানি এটা হতে পারে না। সাজেশন নিতে তো কোন দোষ নেই।’ বাবা মুকুল রায়ই বিজেপিতে এনেছিলেন শুভ্রাংশুকে। এখনও পর্যন্ত দলের কাজে তাঁকে খুব একটা সক্রিয় হতে দেখা যায়নি। মেলেনি পদও। এনিয়ে শুভ্রাংশু রায় ক্ষুব্ধ বলে খবর। দলের বৈঠকেও তাঁকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এই পরিস্থিতিতে শুভ্রাংশুর ফেসবুক পোস্ট বেশ তাত্পর্যপূর্ণ। প্রশ্ন উঠছে, তাহলে কি আর বিজেপিতে থাকবেন না মুকুলপুত্র? এনিয়ে অবশ্য শুভ্রাংশু রায়ের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Report by রাহুল গুপ্ত
Reported on – 16-October-2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন