প্রকাশ্য জনসভায় তাঁর বিরুদ্ধে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, বন সহায়ক নিয়োগে ‘কারসাজি’ হয়েছে তাঁর আমলে। এবার সেই নিয়েই শুরু হল তদন্ত। প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করবে রাজ্য সরকার। তাতে এদিন সম্মতি দিল মন্ত্রিসভা।
বর্তমান বিজেপি নেতা রাজীব অবশ্য অন্য এক জনসভায় এর জবাব দিয়েছিলেন। বলেছিলেন, এত দিন রাজ্য সরকার এই নিয়ে চুপ ছিল কেন। আগেই তাঁকে সরায়নি কেন। নিয়োগ নিয়ে তাঁর কাছেও গুপ্ত নথি আছে, যা ফাঁস করলে চাপে পড়বে সরকারই। এদিন তদন্তের খবর শোনার পর তিনি বললেন, ‘তদন্ত হোক। তবে সেটা যেন নিরপেক্ষ হয় এবং প্রতিহিংসামূলক না হয়।’ তিনি এও দাবি করলেন, ‘শুধু বন দপ্তর নয়। রাজ্য সরকার অন্য যত চুক্তির মাধ্যমে নিয়োগ করেছে তারও তদন্ত হোক।’
গত কয়েক মাস ধরেই মন্ত্রিসভার বৈঠক এড়িয়ে গেছিলেন রাজীব। তার পর একে একে মন্ত্রিত্ব, বিধায়ক পদ, সবশেষে দল থেকে ইস্তফা দেন তিনি। তৃণমূলের তরফে তাঁর সঙ্গে অনেক বার আলোচনার চেষ্টা করা হয়। যদিও লাভ হয়নি। শেষে ৩০ জানুয়ারি দিল্লিতে অমিত শাহর বাসভবনে গিয়ে বিজেপি-তে যোগ দেন। তার পরেই তৃণমূলকে হারানোর ডাক দেন। এবার তাঁর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত তৃণমূলের।
Report by web desk
Reported on – 06/02/2021
New Hopes New Visions
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা